অবতক খবর,৯ নভেম্বর: রাজ্যের শিক্ষা, রেশন দুর্নীতিতে বেকায়দায় শাসক দল তৃণমূল কংগ্রেস। দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন পুরসভা, ব্লক অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বিজেপি। সেই মতো ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি ব্যারাকপুর ব্লক ওয়ান কমিটির তরফ থেকে এক বিক্ষোভ মিছিল আয়োজিত হল কাঁকিনাড়া পানপুরে বিডি অফিসের সামনে। মূলত রেশন দুর্নীতি থেকে শুরু করে নিয়োগ দূর্নীতি সহ শাসকদলের একাধিক দুর্নীতির বিরুদ্ধে তাদের এই বিক্ষোভ মিছিল আয়োজিত হয়।

এই বিক্ষোভ মিছিল কাঁকিনাড়া পানপুর মাখনলাল স্কুলের সামনে থেকে শুরু করে ব্যারাকপুর বিডিও অফিসের সামনে শেষ হয়। এবং বিডিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর বিজেপির সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি, সাধারণ সম্পাদক রূপক মিত্র ও অন্যান্য নেতৃবৃন্দ। যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি বলেন, আমরা আগেও দেখেছি পানপুরের বিডিও তৃণমূলের সাথে হাত মিলিয়ে কাজ করছে। শাসক দলের মদতে পঞ্চায়েতে ভোট লুট করেছে করেছে এই বিডিও। অন্যদিকে সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রূপক মিত্র বলেন, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তৃণমূলের লোকেরা তৃণমূল করবে এটা স্বাভাবিক। কিন্তু এখন রাজ্যের সমস্ত সরকারি দপ্তর তৃণমূলী করণ করে দেওয়া হয়েছে। সরকারি দপ্তরগুলি দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।