অবতক খবর,৮ নভেম্বর: রাজ্যের শাসক দল তৃণমূলের নেতা- মন্ত্রীরা দুর্নীতিতে যুক্ত এই অভিযোগে বারবার পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধী দলের নেতাকর্মীরা। রেশন দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছে প্রাক্তন খাদ্য মন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।এবার রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের কোটি কোটি টাকার সম্পত্তি বৃদ্ধি সহ একের পর এক পৌরসভায় দুর্নীতির প্রতিবাদে আজ ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে ভাটপাড়া পৌরসভার সামনে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল।

মিছিলটি মানিকপীর বাজার থেকে শুরু হয়ে কাকিনাড়া বাজার হয়ে ভাটপাড়া পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।মিছিলে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি ও অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ। পৌরসভার মেন গেটের সামনে বসে পড়ে তারা বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান। জেলা বিজেপি সভাপতি মনোজ ব্যানার্জি বলেন, ভাটপাড়া পুরসভার কাউন্সিলররা নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ। পুরসভা গুলি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যয়কে ফের ইডির তলব প্রসঙ্গে তিনি বলেন, লোকসভা ভোটের আগে তাকে দিল্লিতেই থাকতে হবে।