অবতক খবর,২০ মে: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কৌস্তুভ বাগচীর গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।
স্থানীয় সূত্রের খবর ব্যারাকপুরের মন্ডলপাড়ায় কৌস্তুভ বাগচির গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল দুষ্কৃতির বিরুদ্ধে।
জানা যায় কৌস্তব কে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ গো ব্যাক স্লোগান। ১২২ নম্বর বুথের বাইরে জমায়েত দেখে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। এরপর ওই স্থানে তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি নেতার বচসা বেঁধে যায়।
ধাক্কাধাক্কি হয় দুই পক্ষের মধ্যে।
এরপর কৌস্তব বাগচি যখন ফিরে যায় তখন তার গাড়ি ও তার সঙ্গে থাকা আরেকটি গাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা ভাঙচুর চালায় বলে তার অভিযোগ। এর পর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টিটাগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী
ঘটনা কিছুটা নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়।