অবতক খবর,৭মে: ব্যারাকপুরের মধ্যে ১ নং অর্জুন সিং,২ নং বহুজন সমাজবাদী পার্টি চপলা রায়(মজুমদার),৩ নং হলেন সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ,৪ নং তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।
লোকসভা নির্বাচনের হাতেগোনা আর মাত্র কয়েকদিন বাকি। প্রার্থীরা প্রচারে করছেন জোরকদমে। প্রচারের জন্য বিভিন্ন পন্থা বেছে নিচ্ছেন তারা।
তবে এবার ব্যারাকপুরে ১ নং অর্জুন সিং,২ নং বহুজন সমাজবাদী পার্টির চপলা রায়(মজুমদার),৩ নং হলেন সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ এবং ৪ নং তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।
আগামী ২০মে নির্বাচন। এবারের নির্বাচনে এইভাবেই সাজানো হয়েছে ইভিএম।
কিন্তু সূত্রের খবর,এবার দুটি ইভিএম থাকবে। প্রার্থী সংখ্যা বেশি হওয়াতেই নাকি এই সিদ্ধান্ত।
তবে মানুষ কার পক্ষে থাকবেন তা বোঝা যাবে আগামী ৪ মে।