অবতক খবর,২৬ এপ্রিল: ব্যারাকপুর লোকসভায় বসবাসকারীদের জন্য সুখবর। আগামীকাল অর্থাৎ ২৭শে এপ্রিল ব্যারাকপুরবাসী পেতে চলেছেন তিনটি থানা।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা, সকল বিধায়ক এবং অন্যান্য বিশিষ্ট জনরা।
আগামীকাল উদ্বোধন হতে চলেছে বাসুদেবপুর থানা,শিবদাসপুর থানা এবং জেঠিয়া থানা।
এই সংবাদে স্বভাবতই খুশি সাধারণ মানুষ। তবে কোন থানার দায়িত্বে থাকবেন তা এখনো জানা যায়নি। সমস্ত কিছু স্পষ্ট হবে আগামীকাল।
সামাজিক অপরাধ রুখতে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। বহুদিন ধরেই নতুন থানার কথা হওয়ার মুখে মুখে ঘুরছিল সকলের। কিন্তু অবশেষে ২৭শে এপ্রিল সকাল ১১টায় উদ্বোধন হতে চলেছে তিনটি থানা।