অবতক খবর,২১ জানুয়ারি: ব্যারাকপুর লালকুঠি এলাকায় অতীন্দ্র মাল্টিপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ওই মাল্টিপ্লেক্সের পাশেই একটি ক্যাফেটারিয়ার রান্নার গ্যাস লিক করে এই অগ্নিকাণ্ড ঘটে।

মুহূর্তে এই আগুন ছড়িয়ে পড়ে পাশের এই মাল্টিপ্লেক্সে। এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। কিন্তু গোটা মাল্টিপ্লেক্সের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।