অবতক খবর,৩ সেপ্টেম্বরঃ ব্যারাকপুর পৌর সভার ৭ নম্বর ওয়ার্ডের তাল বাগান মাঠে অনুষ্ঠিত হলো কর্ম মেলা । এই নিয়ে দ্বিতীয় বছর অনুষ্ঠিত হলো এই কর্ম মেলা।৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাসের উদ্যোগে পৌর সভার সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই কর্ম মেলা। এই মেলায় উপস্থিত হন ব্যারাকপুরে বিধায়ক রাজ চক্রবর্তী, পৌর সভার পৌর প্রধান উত্তম দাস সহ ব্যারাকপুর পৌর সভার কাউন্সিলররা। এদিন প্রায় ১৪ টি কোম্পানি এই কর্ম মেলা অংশ নেয়।১২০০ র বেশি চাকরিপ্রার্থী এদিন চাকরির জন্য লম্বা লাইন দিয়ে চাকরির আবেদন করেন এবং কোম্পানি গুলিতে ইন্টারভিউ দেন। কাউন্সিলরের এই অভিনব উদ্যোগ কে সাধুবাদ জানান ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী।