অবতক খবর,৮ জানুয়ারী: আজ ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ এবং আগামীকাল CID-র জোড়া তলবে ভবানী ভবন আজ যাচ্ছেন না,পিতা-পুত্র,অর্জুন সিং আইনি নোটিশ পাঠিয়েছেন CID কে।
জোড়া তলব ভবানি ভবনে CID ইর ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং তার পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিং এর।তবে CID ইর এই তলবে যেতে পারছেন না পিতা-পুত্র দুজনেই।তবে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান রাত সাড়ে ১২ টায় নোটিশ দিতে আসছে CID, টাইম আর তারিখের কোন তাদের কাছে আইনের ব্যাপার নেই।যদি তার পিতা বেচে থাকতেন তাহলে তাকে ও মিথ্যা মামলা দিয়ে ফাসিয়ে দিতো।মমতা বন্দ্যোপাধ্যায় নানা ভাবে তাদের কে ফাসাতে চাইছেন।২০২৬ সালে হেরদ যাবেন বলে পুলিশ কে দিয়ে নানাভাবে হেনস্থা করা হচ্ছে।