অবতক খবর,১৫ নভেম্বর: ব্যারাকপুর উপ-সংশোধনাগারের বন্দীরা জলের জন্য পেটের অসুখ ভুগে মারা যান। কারন, ওখানকার জলে প্রচুর পরিমানে আয়রন আছে। ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিংকে জেলর অনুরোধ করেছিলেন পানীয় জলের সমস্যা মেটাতে। সেইমতো তাঁর সাংসদ তহবিলের ১৮লক্ষ টাকা ব্যয়ে রিভার অসমোসিস প্ল্যান্ট তৈরি করে দিলেন সাংসদ অর্জুন সিং । বুধবার সেই বিশুদ্ধ পানীয় জলের প্ল্যান্ট উদ্বোধন করেন সাংসদ অর্জুন সিং। পাশাপাশি ব্যারাকপুর উপ-সংশোধনাগারের বন্দীদের জন্য সাংসদ এদিন একটি এম্বুলেন্স উপহারও দিলেন।