অবতক খবর,১৯ এপ্রিল: ব্যারাকপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাধু মুখার্জী রোডের বাসিন্দা শান্তনু গাঙ্গুলী অ্যাপোলো হাসপাতালে কর্মরত। বেশকিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এরপর গতকাল তার পরীক্ষা করা হয়। আর তাতে তার শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। আর এরপরই সাথে সাথে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে তিনি যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডের কাউন্সিলর এবং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধানের উদ্যোগে গোটা অঞ্চলে আজ স্যানিটাইজেশন করানো হয়। এর পাশাপাশি এলাকাটি বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়। যাতে সেই এলাকায় কেউ ঢুকতে ও বেরোতে না পারে। অন্যদিকে শান্তনু গাঙ্গুলীর স্ত্রী ও ছেলেকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।