অবতক খবর,নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর: বুধবার ভর সন্ধ্যেবেলায় ব্যারাকপুরে প্রকাশ্য রাস্তায় শুট আউট। ডাকাতি করতে এসে বাধা পেয়ে সোনার দোকানে পর পর গুলি চলল। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে এক জনের। মৃত ব্যক্তি সোনার দোকানের মালিকের ছেলে।আরও দু’জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, ডাকাতিতে বাধা পেয়ে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপরের অভিজাত আনন্দপুরী সেন্ট্রাল রোড এলাকায় একটি সোনার দোকানে বুধবার সন্ধ্যায় অতর্কিতে হামলা চালায় এক দল ডাকাত। পুলিশ সূত্রে খবর, তিন থেকে চার জন দুষ্কৃতী ওই ডাকাত দলে ছিলেন। তাঁরা দোকান থেকে সোনার গয়না লুঠ করার চেষ্টা করে। বাধা পেয়ে গুলি ছোঁড়ে। গুলি লেগেছে তিন জনের দেহে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দোকানের মালিকের পুত্র নীলাদ্রি সিংহের। এক নিরাপত্তারক্ষীর পায়েও গুলি লেগেছে বলে খবর।স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় টিটাগড় থানার পুলিশ। তারা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। দুষ্কৃতীদের কাউকেই এখনও গ্রেফতার করা যায়নি। ওই ফুটেজের মাধ্যমে তাঁদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। দুষ্কৃতীরা দূরে থাকা কারি অথবা মোটরসাইকেলে চেপে পালিয়ে গিয়েছে বলে পুলিশের অনুমান। ব্যারাকপুর ও তার পার্শ্ববর্তী এলাকায় দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন রাস্তায় শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং।