অবতক খবর,৭ মেঃ শ্রীলঙ্কার ঘটনা মনে আছে তো সকলের, ঠিক তেমন ঘটনা ঘটবে এই রাজ্যের তৃণমূল সরকারের সাথে। কারন যা শুরু হয় তার শেষ হবেই। প্রতিবাদের আন্দোলন রবীন্দ্র সংগীত নজরুল গীতি দিয়ে চাপ যায় না। এই রবীন্দ্র সংগীত দিয়েই প্রতিবাদ হবে একটু অপেক্ষা করুন ব্যারাকপুরের দলীয় সভায় এসে তৃণমূল সরকারের ডিএ নিয়ে আন্দোলন কারীদের সাথে করা ব্যবহার প্রসঙ্গে এমন মন্তব্য করলেন বিজেপি প্রবক্তা সজল ঘোষ। সেই সঙ্গে তিনি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে বলেন বজরং বলি হনুমান জি সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কোন তুলনা হয় না উনি আমাদের আরাধ্য,অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরো নিচে রাখুন।
ABTAK EXCLUSIVE