অবতক খবর,২৫ মেঃ ব্যারাকপুর শিল্পাঞ্চলে মাঝে মাঝেই ফের মাথা চাড়া দিচ্ছে অপরাধীরা। কখনো ভর সন্ধ্যে খুন হতে হচ্ছে ব্যবসায়ীকে আবার কখনো বোমা উদ্ধারের মতো ঘটনা সামনে আসছে। পুরো বিষয়টি নিয়ে রীতিমতো বিরক্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। টিটাগড়ে সোনার দোকানের ব্যবসায়ী খুন হওয়ার পর সাংসদ অর্জুন সিং আজ বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে পুলিশের ভূমিকা সঠিক নয়।
পুলিশ প্রশাসনের উপর মানুষের যে ক্ষোভ তৈরি হচ্ছে তাতে আমাদের দলের ক্ষতি হবে। একধাপ এ গিয়ে তিনি আরো বলেন, আগেকার পুলিশ অফিসার দেখে অপরাধীরা অপরাধ করতে ভয় পেত। কিন্তু এখনকার পুলিশ অফিসাররা অপরাধী সায়েস্তা করতে ব্যর্থ। ছোট ছোট বিষয় পুলিশের একাংশ অতি সক্রিয় হয়। কিন্তু অন্যদিকে অপরাধীরা মুক্তাঞ্চল বানিয়ে ফেলছে তা দেখেও আমরা কিছু করতে পারছি না। আমি সাংসদ হিসেবে খুব দুঃখিত, মাঝেমধ্যেই অপরাধের এরকম ঘটনা ঘটছে।