অবতক খবর,১৩ ডিসেম্বর: ব্যারাকপুর বেসরকারি হাসপাতালে (টেকনো গ্লোবাল হসপিটালে) অপারেশন করতে গিয়ে. চিকিৎসার গাফিলতি প্রাণ হারায় বছর ৩৩ এর দত্তপুকুর২ এর বাসিন্দা তায়াসুন খাতুন. দত্তপুকুর এর বাসিন্দা তায়াসুন খাতুন বছর তেত্রিশের

মহিলা গাইনো সমস্যা নিয়ে ব্যারাকপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আসে। সেখানকার ডাক্তাররা তাকে বলে অপারেশন করতে হবে। অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তার পরিবারকে কিছু না জানিয়ে কিছুক্ষণ পরেই তাকে জানানো হয় তার পেশেন্ট মারা গেছে।

এর পরেই পেশেন্টের বাড়ি লোক হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তারকে চেপে ধরে যে ভুল চিকিৎসার জন্য আর বাড়ির লোক মারা যায়। যদিও উত্তপ্ত পেশেন্ট এর বাড়ির লোককে সামলাতে আসেন টিটাগর থানার পুলিশ।কিন্তু এখনো তারা সুবিচার পেলো না।