অবতক খবর,১৯ সেপ্টেম্বর,পূর্ব মেদিনীপুর: সবেমাত্র হয়েছে পঞ্চায়েত গঠন! এখনো বহু জায়গায় উন্নয়নের কাজই শুরু হয়নি। তবে ব্যাতিক্রমী ছবি ধরা পড়লো পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সিদ্ধা ২ গ্রাম পঞ্চায়েতে। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করেছে এবং পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হয়েছে জেলার অন্যতম কনিষ্ঠ জয়ী প্রার্থী হামিদুল খাঁন। তিনি প্রধানের চেয়ারে বসার পরই জনগনের সাথে সম্পর্ক নিবিড় করতে একাধিক প্রয়াস নিয়েছেন।কনিষ্ঠ এই সমাজসেবী মানুষ হামিদুল খাঁন এখন মানুষের পাশে থাকতে চান। তাই তাঁর প্রথম নজর এলাকার রাস্তাঘাট ঠিকঠাক রাখা। রাস্তার পাশে ইট বা জঞ্জাল কিংবা গাছের ডাল না থাকে তার প্রয়াস গ্রহন করেছেন।রাস্তার পাশে এই সমস্ত বস্তু থাকায় ঘটছে দু:র্ঘটনা, কিংবা চলাচলে ঘটছে ব্যাঘাত।তাই হামিদুল বাবু নিজেই সিদ্ধা ২ পঞ্চায়েত পঞ্চায়েত এলাকায় করছেন মানুষকে সচেতন করতে মাইক প্রচার।

আবার কখনও তিনি তিনি সরাসরি গাছের ডালপালা জঞ্জাল সাফাই এর কাজে লাগছেন। এমনই এই ব্যতিক্রমি কর্মদ্যোগী নবীন প্রধানের কর্মকান্ড দেখে খুশি এলাকাবাসী।আগামীদিন মানুষের সমস্যা সমাধানে পঞ্চায়েতের কাজ অফিস ছাড়াও সপ্তাহে একদিন গ্রামে গ্রামে বসারও সিদ্ধান্ত নিয়েছেন। দলমত নির্বিশেষে মানুষের পাশে থেকে কাজ করতে চান পঞ্চায়েত প্রধান হামিদুল খাঁন, এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমে।