অবতক খবর,১৪ সেপ্টেম্বরঃ ব্যাক্তিগত কাজে আজ ব্যাঙ্কশাল আদালতে এসে, বিজেপি নেতা সজল ঘোষ ব্যাঙ্কশাল আদালতের বাইরে বলেন আজ—-

১. গতকাল সাংবাদিকরা কোন প্রশ্নই করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। উনি লেকচার মেরে গেছেন কালকে। আমরা ইডি সিবিআইয়ের নাটকে ক্লান্ত। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাতেলা শুনতে শুনতে কানে শ্যাওলা পড়ার জোগাড়। এত বড় সাহসী এবং এত বড় বিপ্লবী সে, তাই যখন তাকে ইডি বা সিবিআই ডাকে তখন রক্ষাকবজ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। বার বার ইডি বলা সত্বেও যে গ্রেফতারের কোনো ব্যাপার নেই। আর তারপর ইডি দফতরে গিয়ে বাইরে বেরিয়ে বড়ো বড়ো বাতেলা। এইগুলো থেকে ইডিকেও বলব বাংলার মানুষকে বাঁচতে দিন।

২.লিপ্স অ্যান্ডস বাউন্ডস:- এই নিয়ে তো ফাঁসি চাপব ফাঁসি চাপব বলে উনি ফাঁসি চেপে পড়ছেন। বহু বছর আগে ওনার পিসি হাজরা মোড়ে দাঁড়িয়ে টাক্সির ওপর উঠে ফাঁসি চাপতে উঠেছিলেন উনিও সেটা করতে চাইছে।

৩. ইন্ডিয়া জোট- বিষয়টা ইন্ডিয়া নয় INDIA।

৪. গতকাল দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে না গিয়ে ইডি দফতর সল্টলেক CGO COMPLEX-এ হাজিরা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই দিল্লিতে জোটের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর যে চেয়ার সেই চেয়ার ফাঁকা রাখা হয়েছিল, এই বিষয়ে তিনি বলেন- পরে ওই চেয়ারে একটা ফোটো দিয়ে মালা দিয়ে দেওয়া হবে।