নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২৩ ডিসেম্বর :: শিলিগুড়ি :: বিভিন্ন ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে যুবক-যুবতীদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা পুলিশের হাতে গ্রেফতার অভিজিত পাহান মুন্ডা নামে এক ব্যক্তি।
নিউ জলপাইগুড়ি থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিজিত পাহান মুন্ডা বালুরঘাটের কুমারগঞ্জের বাসিন্দা। ধৃত বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় বিভিন্ন ব্যাংকের অফিস খুলে বেকার যুবক-যুবতীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে প্রচুর টাকা তুলেছে। রবিবার নিউ জলপাইগুড়ি থানা পুলিশের কাছে স্থানীয় বেশ কয়েকজন যুবক যুবতী লিখিত অভিযোগ জানায় অভিজিত পাহান মুন্ডার নামে।
অভিযোগ পাবার পর তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত অভিজিৎ পাহান মুন্ডাকে। ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। নিউ জলপাইগুড়ি থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই চক্রে আর কারা জড়িত তা তদন্ত করে বের করার জন্য অভিযুক্তকে পুলিশ রিমান্ডে নেওয়া হবে।