অবতক খবর,১৩ অক্টোবর: রাস্তার পাশের ফাঁকা মাঠ থেকে রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ফুলবাড়ী এলাকায় । পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম তপন বিশ্বাস। বয়স আনুমানিক ৪০ বছর। সে ফুলবাড়ি এলাকার বাসিন্দা। নহাটা বাজারে তিনি টাকা সুদে খাটাতেন । বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূড়ের রাস্তার পাশের ফাঁকা মাঠ থেকে বৃহস্পতিবার রাতে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে ঘোষণা করে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ ফুলবাড়ী এলাকায় রাস্তার পাশের ফাঁকা মাঠে তপনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারা খবর দেয় গোপালনগর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। তার গলায় এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ব্যবসায়িক শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। শুধুই কি ব্যবসায়ী শত্রুতার জেরে খুন? না কি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ।