‘কবির প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঃ

”ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি”

ব্যতিক্রমী
তমাল সাহা

দুনিয়ায়
তোমার সমকক্ষ কোন কবি?
কতই বা বয়স!
স্পষ্ট চিত্রিত করেছিলে
আসল ছবি।
চাঁদের এমন জৈবিক উপমা!
ঈর্ষান্বিত হয়ে উঠেছিল অনেক কবি–
ভাবতেও পারেনি অনেক মহান!
অপূর্ব চিত্রকল্প জীবনের স্লোগান।

ক্ষুধা রুটি চাঁদ, চাঁদ রুটি ক্ষুধা
একাকার করে দিতে পারে শুধু কবি।
অক্ষরশৈলী তার গড়ে নয়া বসুধা।