অবতক খবর :: মুর্শিদাবাদ ::   মুর্শিদাবাদ জেলা বেলডাঙা থানার ওসি জামাল উদ্দিন সাহেবের নেতৃত্বে গত তিনদিন ধরে বিপুল পরিমাণে বম উদ্ধার হলো। এর আগে একশ কুড়িটি এবং আজকে প্রায় ২০০ টি বোম উদ্ধার করল বেলডাঙা থানার পুলিশ প্রথমদিন হিজুলিতে এবং দ্বিতীয় দিন নোপুকুরিয়া গ্রাম থেকে প্রচুর বোমা উদ্ধার।

ফাঁকা মাঠের মধ্য থেকে এই বোমের যার গুলি উদ্ধার করা হয় । কে বা কারা বম গুলি রেখেছিল তদন্ত শুরু করেছে বেলডাঙা থানা পুলিশ। বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল বলে খুশি সাধারণ মানুষ।