অবতক খবর,১৭ এপ্রিল: আবারও বোমা বাজিতে উত্তপ্ত হয়ে উঠলো সামশেরগঞ্জ ব্লকের তিনপাকুড়িয়া অঞ্চলের গোবিন্দপুর এলাকা, বোমায় আহত দুই বলে জানা গিয়েছে, জানা যায় বিবাহের
এক বছর আগে রেহেনা খাতুন নামক মেয়ের সাথে মেহেদী হাসান নামে ছেলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য লেগেই থাকতো, আর সেই ঘটনার জেরেই দুই পরিবারের লোকের মধ্যে বচশা ও ঝামেলা বাঁধে, শুরু হয় ইট বৃষ্টি বোমাবাজিও হয় বলে অভিযোগ গোবিন্দপুর এলাকায় আহত হয় ২ জন, বোমা গুলো এসেছে কোথায় থেকে উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ