অবতক খবর,২২ নভেম্বর: বোমাকে বল ভেবে খেলতে গিয়ে সেই বোমা বিস্ফোরণে আহত হল তিন শিশু। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুর্শিদাবাদের ফারাক্কা থানার ইমামনগর গ্রাম পঞ্চায়েতের হাউসনগর গ্রামে। হাতে এবং পায়ে বোমা বিস্ফোরণের ক্ষত নিয়ে আহত ওই তিন শিশু বর্তমানে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের সেখান থেকে মুর্শিদাবাদের বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে -আহত ওই তিন শিশুর নাম অসীম শেখ (৬) বাড়ি হাউসনগর, মাহমুদা খাতুন (৯) বাড়ি হাউসনগর এবং এহিদিনা পারভীন(৭) বাড়ি শিবনগর।
স্থানীয় সূত্রে জানা গেছে- আহত তিন শিশুই শঙ্করপুর শিশু শিক্ষা কেন্দ্রের প্রাথমিক শ্রেণির ছাত্র ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায় বুধবার সকালে আরও কিছু ছাত্র-ছাত্রীদের সাথে ওই তিনজন হাউসনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাবার নিতে যাচ্ছিল সেই সময় রাস্তার পাশে একটি পুকুর ধারে কিছু রঙিন বল পড়ে থাকতে দেখে তারা।

শিশুরা বলগুলো নিয়ে ছোড়াছুড়ি শুরু করতে হঠাৎই সেগুলো বিস্ফোরণ হয়।আর তার জেরে তিন শিশু ঘটনস্থলেই গুরুতর আহত হয়।কি ভাবে বা করা ওই বোমা গুলো ফেলে রেখেছিলাম পুরো ঘটনা তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ প্রশাসন।