নিজস্বসংবাদদাতা ::অবতাক খবর ::মুম্বই::১৬ই,ডিসেম্বর:: সানিয়া মির্জার বোন আনাম মির্জা সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের ছেলে আসাদ। তাঁদের বিয়ের রিপেসশনে বসেছিল চাঁদের হাট।

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী থেকে ফিল্মি দুনিয়ার পরিচিত মুখ— আমান-আসাদের রিসেপশনে উপস্থিত ছিলেন অনেক তারকা। কিন্তু সব তারকাকে পিছনে ফেলে বোনের বিয়ের রিসেপশন মাতালেন টেনিস সুন্দরী।

তাঁর নাচের ভিডিয়ো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। তবে সানিয়া মির্জা একা নন। আমান-আসাদের রিসেপশনে নাচে তাঁকে সঙ্গ দিয়েছেন সিনে দুনিয়ার দুই তারকাও।

শুধু সানিয়াই নন। রিপেসশনে নজর কেড়েছেন আজাহারউদ্দিনের প্রাক্তন স্ত্রী সঙ্গীতা বিজলানিও। নীল রঙের পোশাকে রিসেপশনের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন সঙ্গীতা নিজেই।