অবতক খবর , অভিষেক দাস , মালদা :- বোনফোঁটা। বোন দিল বোনকে ফোঁটা, যমের দূয়ারে পড়ল কাঁটা। এভাবেই বোনের মঙ্গল কামনায় বোনফোঁটা হল মালদায়। প্রথাগত সামাজিক রীতির বাইরে বেরিয়ে মেয়েদের জন্যে মেয়েদের কিছু করার, কুক্ষিগত সমাজকে একটা বার্তা দেওয়ার এও এক দৃষ্টান্ত।
মালদা শহরেই সাজানো গোছানো পার্কের পরিবেশ, যার নাম মালদার উঠোন, সেখানেই আয়োজন হল বোনফোঁটার। ভাইফোঁটার পরেই যে পূর্ণিমা সেই পূর্ণিমা তিথিতেই হবে বোনফোঁটা এমনই স্থির করা হয়েছে।
গত বছর থেকে সেই নিয়মেই করা হচ্ছে বোনফোঁটার আয়োজন। অর্থাৎ রাস পূর্ণিমাতেই সেই আয়োজন। আগামী দিনে এই তিথি মেনেই যাতে সমাজে এই রীতি প্রচলিত হয় সেই কথা ভেবেই এমন আয়োজন।
বোনফোঁটায় অংশ গ্রহণে সব বয়েসের বোনেরাই হাজির। কেউ ছাত্রী, কেউ আবার ঘরকণ্যা মহিলা আবার কেউ নিজের জীবন সায়াহ্নে পৌঁছেও মনে করিয়ে দিতে এসেছেন মেয়েদের যথার্থ অধিকারের কথা। এসেছেন রাজনৈতিক ব্যক্তিত্বও। সকলেই সকলের কপালে আঙুল ছুইয়ে ফোঁটা দিলেন, প্রত্যকে প্রত্যকের মঙ্গল কামনায়। পারস্পরিক ভালোবাসার সম্পর্ককে আরও দৃঢ় করতে।
সমাজের মহিলারাই কখনো বোন হয়ে ভাইএর মঙ্গল কামনা করেন, কখনো স্ত্রী হয়ে স্বামীর মঙ্গল কামনায় কঠিন থেকে কঠিনতর ব্রত রাখেন।অথচ তাঁদের মঙ্গল কামনার কথা সচরাচর কেউ ভাবে না। তেমন রীতিও নেই। তাই এই ছোট্ট আয়োজনের মধ্যে সেই বড় ভাবনার কথাই ভেবেছে মালদার ওই বোনেদের দল।