অবতক খবর,৮ ফেব্রুয়ারী: রাত পোহালেই ছেলে মেয়েদের জীবনে প্রথম কঠিন পরীক্ষা। আগামী সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। শনিবার সকালে বিলকান্দা ১ নং গ্রাম পঞ্চায়েতের অধীনে বোদাই তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেখ রাজার উদ্যোগে বোদাই উত্তর ও দক্ষিণ পাড়া, নবপল্লী, মাঝের পাড়া এবং নারকেল বেড়ি গ্রাম এলাকায় ২৫ জন মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের শুভেচ্ছা বিনিময় ও উৎসাহ প্রদানে শিক্ষা সরঞ্জাম প্রদান করা হয় এদিন।
উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য সাজেদা বিবি সহ তৃণমূল যুব কংগ্রেসের কর্মীবৃন্দ। ছেলে মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে আগাম সফলতা কামনা করে তাদের আর্শীর্বাদ করলেন এবং বিদ্যালয়ের যাতায়াতের সুবিধা অসুবিধা কথা শুনলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পড়ুয়ারা ও অভিভাবক রাও খুশি ও আনন্দিত এই ভাবে তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের পাশে থাকার সহযোগিতায় করবার জন্য।