অবতক খবর,মালদা,১৩ ডিসেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বৈষ্ণবনগর থানার ধুরিটোলা মোড় থেকে পিসি পার্টির দল দুইজনকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম, নাজমুল হোসেন (২২) ।বাড়ি কালিয়াচক থানার আলী গ্রাম শ্রীরামপুর। আরেকজনের
আতাউল (৫৫)। বাড়ি কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা।
পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার করেছে প্রায় ৪০৪ গ্রাম ব্রাউন সুগার।
আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।
ধৃতদের শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে বৈষ্ণবনগর থানার পুলিশ।
এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ।