অবতাক খবর, রেজাউল করিম, বৈষ্ণবনগর: বৃহস্পতিবার বিকাল 4:30 নাগাদ ঝড়বৃষ্টির সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে, জখম হয়েছে একজন। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রামপঞ্চায়েতের পার চকবাহাদুরপুরে ।

এদিন তাঁরা ছোট নৌকাতে স্থানীয় গঙ্গায় মাছ ধরতে যায়। এখন মাছের মরসুম শুরু হতে এলাকার অনেকেই সকাল বিকেল মাছ ধরতে যায়। একসঙ্গে তিনজন যায় মাছ ধরতে। গঙ্গায় মাছ ধরে বাড়ি ফেরার পথে আচমকা বজ্রপাতে ঘটনাস্থলে  মৃত্যু হয় দুজনের, জখম একজন তপন মন্ডলকে চিকিৎসার জন্য বেদরাবাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে ।

বৈষ্ণবনগর থানার আইসি ত্রিদীপ প্রামানিক জানান, “বিকেলে বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা মিঠুন সরকার ( 27) ও চিরন্জিত মন্ডল( 25)। দুজনে একই পাড়ার বাসিন্দা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত এই ঘটনার বিস্তারিত খোঁজ খবর নিচ্ছেন পুলিশ।

এদিকে মৃত মিঠুন সরকারের বাবা উত্তম সরকার বলেন, আমি একজন অন্ধ মানুষ। চোখে দেখতে পারিনা। শুনেছি আমার এক ছেলে মিঠুন সরকারের মৃত্যু হয়েছে। এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।