আজ বিশ্ব শান্তি দিবস
বৈধব্যের রং ও সাদা পায়রা
তমাল সাহা
কত বোমার বিস্ফোরণ ঘটলে
শান্তি আসবে কেউ জানে না
কত মারণাস্ত্র মজুত হলে
শান্তি আসবে কেউ জানে না
কত ইস্কুলের ছাদ কারখানার শেড
খামারবাড়ি উড়ে গেলে
শান্তি আসবে কেউ জানে না
কত শিশু মারা গেলে
শান্তি আসবে কেউ জানে না
পলায়নরত কত নারী ধর্ষিতা হলে
শান্তি আসবে কেউ জানে না
কত বাবা কত প্রেমিক কত পুত্র নিহত হলে
শান্তি আসবে কেউ জানে না
বোমা বারুদের মজুত ভাণ্ডার উড়িয়ে দিলেই
শান্তি আসবে এরও কোনো মানে নেই
কত বৈধব্যের আঁচল উড়ছে
তুমি দেখতে চাও
কত জাতকহারা মায়ের আর্তনাদ
তুমি শুনতে চাও
হিংসাকে মজুত রেখে কি করে ভালোবাসা আনবে তুমি
নীল আকাশে কত সাদা পায়রা উড়িয়ে দেবে তুমি?