অবতক খবর :: শিলিগুড়ি :: আজ সকালে বৈকনঠপুর ফরেষ্টে হাতির হামলায় মৃত্যু হয় এক ব্যক্তির। কি কারনে হাতিটি ওই ব্যক্তিকে মেরে ফেলল জানা না গেলেও ওই ব্যক্তি সকালে কাঠের সন্ধ্যানে এসেছিলেন বলে মনে করা হচ্ছে।
সকালে ওই ফরেষ্টের প্রহরারত লোকেরা এসে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। খুব সম্ভবত হাতিটি কোন কারনে রেগে গিয়েই এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন আধিকারিকেরা। ওই ব্যক্তি কোথা থেকে এসেছিলেন এবং তার ঠিকানা কোথায় তা নিয়ে অনুসন্ধান করা হচ্ছে।