অবতক খবর :: ইসলামপুর :: ২৭ জুন ::   বেহাল সড়ক সংস্কারের দাবীতে ইসলামপুরে স্থানীয় বাসিন্দারা দের ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো। ইসলামপুরের মিলনপল্লী সংলগ্ন কৃষক বাজার এলাকায় খানা খন্দে ভরা বেহাল ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ দেখায়। এদিনের সড়ক অবরোধের জেরে তীব্র যানজট সৃষ্টি হয়।

বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ দুই মাস ধরে ইসলামপুর শহরের উপর দিয়ে যাওয়া ৩১ নম্বর জাতীয় সড়ক বিভিন্ন জায়গায় খানা খন্দে পরিপূর্ণ। সড়কের এই বেহাল দশার কারণে স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনও ফল না হওয়ায় স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। যতক্ষণ পর্যন্ত সড়ক সংস্কার না হচ্ছে ততক্ষণ সড়ক অবরোধ তুলবে না বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।