অবতক খবর :: নদীয়া ::    বেহাল দশা শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত বেলতলা থেকে সাহেব ডাঙ্গা পর্যন্ত গোটা রাস্তা। সংখ্যালঘু অধ্যুষিত সাহেব ডাঙ্গা এলাকা নিত্য প্রয়োজনীয় জরুরী পরিষেবার জন্য শান্তিপুর শহরে আসতে হয় প্রতিনিয়ত এই রাস্তা ধরে সাহেব ডাঙ্গা এলাকার মানুষজনের। আর বৃষ্টি হলেই রাস্তার দু’ধারে জল জমতে শুরু করে। জল জমার কারণে প্রতিনিয়ত ছোটখাট দুর্ঘটনা ঘটতে থাকে রাস্তাতে।

স্থানীয় পঞ্চায়েত প্রধান শোভা সরকার কে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে জানান ওই রাস্তা পঞ্চায়েতের আওতাধীন না হওয়া সত্বেও স্থানীয় মানুষের সমস্যার কথা মাথায় ভেবে রাস্তাতে থাকা গর্ত গুলিতে ইট ফেলে কিছুটা হলেও সমাধান করার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও পুরো বিষয়টি জেলা পরিষদে জানানো হয়েছে যাতে দ্রুততার সাথে রাস্তার পুনর্নির্মাণের কাজ শুরু করা যায়।