রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::    তিনমাস দীর্ঘ লকডাউন চলেছে গোটা দেশে। এরপরে কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী এখন চলছে আনলক-২ এর পর্যায়। এরই মধ্যে কার্যত বিনা নোটিশে ছাঁটাই হলো প্রায় ১২ জন কর্মচারী। সেই ছাঁটাইয়ের প্রতিবাদে আজকে সংস্থার আরো তিনটি শো রুমে কর্মচারীরা কর্ম বিরতি পালন করেন।

হাওড়ার বাঁকড়া এলাকার একটি বেসরকারি মোটরবাইকের শোরুমে বিক্ষোভ দেখায় কর্মচারীরা। কর্মচারীদের তরফ থেকে অভিষেক বোস জানান এই সংস্থার মোট ৪ টি শোরুম আছে। হাওড়া ফড়শোর রোড ছাড়াও বকুলতলা, জিটি রোড ও সলপগঞ্জে মোট ১০০ জন কর্মী কাজ করেন। বিনা নোটিশে মালিকপক্ষ ফড়শোর রোডের কারখানা থেকে ১২ জন কর্মীকে বসিয়ে দেয়। তাই তারা আজকে সব কটি শোরুমের সামনে বিক্ষোভ দেখছেন।

 

তারা মালিকপক্ষ কে জানিয়েছেন কিন্তু এখন তাদের তরফে কোনো উত্তর পাওয়া যায় নি। তার দাবি যতদিন না এই ১২ জন কর্মীদের কাজে ফেরত নেওয়া হবে ততদিন অব্দি তারা এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন।