রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া :: লকডাউন চলাকালীন সমস্ত প্রাইভেট স্কুল গুলো যেভাবে তাদের ছাত্রছাত্রীদের থেকে স্কুল ফিস নিচ্ছে তার প্রতিবাদ করেন হাওড়ার বালি বিধানসভার বিধায়িকা বৈশালী ডালমিয়া। এই বিষয়ে রাজের শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি একটি চিঠিও পাঠান পার্থ চাটার্জীর কাছে। তিনি সেই চিঠিতে অবিলম্বে এই পরিস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান শিক্ষা মন্ত্রীকে।
তিনি আরো জানান এই লকডাউনের সময়ে এভাবে স্কুল ফিস নেওয়াটা অমানবিক। তিনি এই প্রাইভেট স্কুলগুলোর কাছেও আবেদন জানান যাতে তারা এই কঠিন পরিস্থিতি তে এই সিদ্ধান্ত থেকে সরে আসে।









