অবতক খবর,৩ মার্চ:  ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকার রাজবল মোড়ে একটি বেসরকারি স্কুলে। অভিভাবকদের দাবি গত দুই মাস আগে এই স্কুলের শুভ উদ্বোধন করা হয়। সে সময় অফার এর নাম করে ১ থেকে ৫০ জন ছাত্র-ছাত্রীকে সম্পূর্ণ ফ্রিতে ভর্তি নেওয়া হবে এমনেই অভিভাবকদের বলা হয়। পরবর্তীতে কোন অফার নেই বলে স্কুল কর্তৃপক্ষ জানান।

যদিও সে সময় স্কুলের বেতন প্রতিমাসে ৩৫০ টাকা বলা হয় । পরে সেই বেতন ৪০০ টাকা প্রতিমাসে ধার্য করা হয়েছে বলে জানান স্কুল কর্তৃপক্ষ। অতিরিক্ত বেতন বাড়ানোর দাবিতে বেসরকারি স্কুলের সামনে বিক্ষোভ করেন। অভিভাবকদের দাবি ভর্তির সময় কথা বলে এক এখন পড়তে সে আরেক। আমাদের সাথে কথা না বলেই বেতন বাড়ানো হয় ।

এমনকি কোনরকম ভাবে আমাদের জানায়নি।তাই এসে স্কুলের সামনে বিক্ষোভ করছি। তবে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোন মন্তব্য করবেন না বলে জানান। তবে এই বিষয়ে অভিভাবকরা জানান যদি খুব দ্রুত সমস্যা সমাধান না করে তাহলে আইনত মামলা করবেন ক্রেতা সুরক্ষা দপ্তরে বলে জানান অভিভাবকরা।