অবতক খবর,৯ জুন: জুতো সেলাই করে জীবন-জীবিকা, চালার নিচে কোনরকম ভাবে বসবাস করত ডোমকলের অম্বরপুর দাসপাড়া এলাকার এই হতদরিদ্র পরিবার। হয়তো ঠিকঠাক তিন বেলা খাবারও জুটতনা, কে জানত যে শুধু এই কষ্ট না, সামনে আরো বড় দুর্ভাগ্য অপেক্ষা করছিল তাদের জন্য। হঠাৎ করে আগুনের ঝাপটা এসে নিঃস্ব করে দিয়েছে ওই পরিবারকে।

ঝড় গেল বৃষ্টি গেল, কিন্তু ওই পরিবারের মাথার উপর চালা নেই, সেটা ডোমকলের নেতৃত্ব থেকে প্রশাসন কেউ দেখতে পেল না। অবশেষে এক বেসরকারি সংস্থার কাছে খবর গেলে ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, এক সপ্তাহ পর থেকেই ভিত কেটে শুরু হয় ঘরের কাজ, সম্পূর্ণও হয়েছে।

আজ ওই ঘরে প্রবেশ করেন হতদরিদ্র মুক্তি দাস ও তার পরিবার। ডোমকলের বিশিষ্ট সমাজসেবী ও মানবিক মুখ আব্দুল আলিম বাপী বিশ্বাসের সহযোগিতায় ও ডোমকল থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থসারথি মজুমদারের উপস্থিতিতে এই ঘরের উদ্বোধন করা হয়।