অবতক খবর,১ মার্চ:  ঘটনা মুর্শিদাবাদ জেলা সালার থানার অন্তর্গত পূর্ব শেখপাড়া । পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকেল নাগাদ বেসরকারি লোন সংস্থার এক আধিকারিক চিন্ময় দে বাড়িতে গিয়ে কিস্তি দেয়ার জন্য চাপ দেয়।
আর সে টাকা না দিতে পারায় লনের কিস্তি আদায়কারীদের অত্যাচারে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন এক গৃহবধূ।

রমরমিয়ে চলছে লোন দেবার নাম করে চড়া সুদের ব্যবসা। যদিও আর বি আই ব্যাংকের কোনো নিয়ম না মেনে চালিয়ে যাচ্ছে তাদের এই ব্যবসা সালারের এই ঘটনা তার যক জ্যান্ত একটা উদাহরণ। একটা লোন আধিকারিকের এতোটা ক্ষমতা আসে কি করে সেটাই এখন বড় প্রশ্ন। লোনের কিস্তির টাকা শোধ দিতে না পারায় আদায় কারীদের অত্যাচারে কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন ১ গৃহবধূ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। মৃতের নাম বিউটি বিবি বয়স আনুমানিক চল্লিশ বছর। শুক্রবার বিকেল নাগাদ লোন আদায়কারীরা, তার বাড়িতে গিয়ে কিস্তি দেয়ার জন্য চাপ তার পাশাপাশি হুমকি ও দেয় চিন্ময় দে নামক ওই লোন আদায়কারী।

শেষ মেস লনের কিস্তি আদায়কারীদের অত্যাচারে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ। পরিবারের লোকজনরা জানতে পারায় ওই গৃহবধূকে প্রাণে বাঁচাতে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই গৃহবধুর | ঘটনায় গভীর শোক নেমে আসে গোটা সালার এলাকায় । তবে কি কখনোই থামবে না বেসরকারি লোন সংস্থা দাদাগিরি এটাই সব থেকে বড় প্রশ্ন।