অবতক খবর :: শিলিগুড়ি ::    বেসরকারি ইষ্কুলের ফি মাফ করতে হবে এই দাবী তুলল বিজেপী। এদিন শিলিগুড়ি সাংগঠনিক বিজেপির জেলা সম্পাদক কানাইয়া পাঠকের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা সম্পাদক কানাইয়া পাঠক বলেন, করোনা মহামারির কারণে সমস্যায় রয়েছেন মানুষ।গোটা দেশে চলছে লকডাউন।জনগণের কথা ভেবে এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্কুল-ফি মাফ করার দাবী জানান তিনি।এদিন স্মারকলিপির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে এক নির্দেশিকা জারি করে ফি মাফ করার দাবি জানান তিনি।