অবতক খবর,১ আগস্টঃ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে নতুন জেলা কমিটি গঠন করল। চেয়ারম্যান এবং সভাপতি পদে রদবদল করা হলো বেশ কয়েকটি জেলায়। নদীয়া নর্থ-এ চেয়ারম্যান হয়েছেন নাসিরউদ্দিন আহমেদ, সভাপতি হয়েছেন কল্লোল খান। নদীয়া সাউথে চেয়ারম্যান হয়েছেন প্রমথ রঞ্জন বোস, সভাপতি হয়েছেন দেবাশীষ গাঙ্গুলী।

উত্তর চব্বিশ পরগণা দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান হয়েছেন নির্মল ঘোষ, সভাপতি ছিলেন পার্থ ভৌমিক, কিন্তু এখন সভাপতির জায়গাটি ফাঁকা রয়েছে। তালিকায় লেখা রয়েছে,’নাম পরে জানানো হবে।’

বারাসাতে চেয়ারম্যান হয়েছেন তপতী দত্ত, সভাপতি কাকলি ঘোষ দস্তিদার। বসিরহাটের চেয়ারম্যান হাজী নুরুল ইসলাম, সভাপতি সরোজ ব্যানার্জী। বনগাঁ চেয়ারম্যান শ্যামল রায়, সভাপতি বিশ্বজিৎ দাস।

তবে এখন প্রশ্ন, পার্থ ভৌমিক যিনি দমদম-ব্যারাকপুরের সভাপতি ছিলেন, তাঁর জায়গায় কাকে দেওয়া হবে তা এখনও ঘোষণা হয়নি।

রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, যেহেতু পার্থ ভৌমিক রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন তাই তাকে সরিয়ে দেওয়া হবে।

আবার এও জানা যাচ্ছে তিনি নাকি মন্ত্রী হতে চলেছেন। সেই কারণেই তাঁকে জেলার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।