অবতক খবর,২০ ডিসেম্বর: বেলেঘাটা আইডি হাসপাতালের পরিত্যক্ত মর্গের বাইরে উদ্ধার মানুষের মাথার খুলি। মর্গের বাইরের ঝোপে উদ্ধার মানুষের হাড়গোড়ও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

দু’জন সাফাই কর্মী জঙ্গল পরিষ্কার করতে গিয়ে হাড়গোড় উদ্ধার করেন। কোথা থেকে হাড়গোড় এল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ।

হাসপাতাল চত্বরে প্রকাশ্যেই হাড়গোড় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। জানা যাচ্ছে ২ দিন আগে মানুষের মাথার খুলি উদ্ধার হয়েছিল। গতকাল ও আজ উদ্ধার হল হাড়গোড়।

প্রত্যক্ষদর্শীদের কথায়, ‘আমরা জঙ্গল কাটছিলাম। হঠাৎ মাথার খুলি উদ্ধার হয়। ক’দিন আগে খুলি পাই, আর কাল ও আজ বাকি হাড়গোড় উদ্ধার হল।’

প্রশ্ন উঠছে কেন হাসপাতাল কর্তৃপক্ষ এর কোনও ব্যবস্থা করেনি, এলই বা কোত্থেকে!