অবতক খবর,২৪ মেঃ বেলডাঙা থানার মির্জাপুর দক্ষিণপাড়ায় জনবসতির কাছে আম বাগানের মধ্যে তিন জার সকেটবোমা উদ্ধার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার মির্জাপুর গ্রামে। এলাকার মহিলাদের দাবি জনবহুল এলাকায় এই বোমা
যারা রেখে যায় তারা কি বাচ্চা ছেলেমেয়েদের কথাচিন্তা করে। কোন ঘটনা ঘটলে তার দায় কে নেবে। এলাকার বিধায়ক রবিউল আলম চৌধুরী বলেন সামনে পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে যেসব এলাকায় পুরনো বোমা আছে পুলিশ প্রশাসন সেগুলোকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। আর তার ফলশ্রুতি এই বোমা উদ্ধার।এই সঙ্গে দশ কেজি নিষিদ্ধ বাজিও উদ্ধার হয়েছে বলে জানা গেছে। বোমা স্কোয়াডের কর্মীর, সেগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে।