অবতক খবর,২ এপ্রিল : সাত সকালে কামারহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়া রাজীব নগর এলাকায় উদ্বার রক্তাক্ত দেহ। জানা গেছে নিহত যুবক রেহান এনায়তুল্লা। বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।
মঙ্গলবার রাতে বাড়ির পাশে মদ্যপান করার সময় পিছন থেকে গুলি করে খুন করা হয় বলে প্রাথমিক অনুমান।
জানা গেছে, রেহানকে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতি গুলি চালালে গুলি লাগে তার ঘাড়ে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে রেহান এবং রাতভর সেখানেই তার দেহ পড়েছিল।
বুধবার সকালে রেহানের দেহ পড়ে থাকতে দেখা যায়। সকালে উঠে স্থানীয়রা সেই দেহ দেখতে পেয়েই তড়িঘড়ি করে সাগরদত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলের খুব কাছেই ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় রয়েছে।
ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (নর্থ) অনুপম সিং সহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা।