অবতক খবর,১১ নভেম্বরঃ কামারহাটির বেলঘড়িয়া থেকে সিএএ-র বিরুদ্ধে মিছিল তৃণমূলের। শুক্রবার সন্ধ্যায় বেলঘড়িয়া দেশপ্রিয়নগর থেকে কয়েক হাজার মানুষ মিছিলে পা মেলান। এদিন মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, বিধায়ক মদন মিত্র সহ কামারহাটির একাধিক তৃণমূল নেতৃত্ব।









