অবতক খবর,২ অক্টোবর,মালদা:সানু ইসলাম: বেপরোয়া লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো দুই যুবকের।পথ দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার নারায়নপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ। বেশ কিছুক্ষণ ৩৪ নম্বর জাতীয় সড়ক যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম দেব কুমার মন্ডল (২৩) এবং রুপাই গোস্বামী (২৬)। দুইজনের বাড়ি ইংরেজবাজার থানার লক্ষীপুর কলোনিতে ।অন্যান্য বন্ধুদের সাথে এই দুজন মোটরবাইক নিয়ে গাজোলের এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফিরছিল। নারায়ণপুরের কাছে আচমকা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকে সামনে ধাক্কা মারে। তাতেই ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে ,ওই দুই যুবকের মাথায় হেলমেট ছিল না এবং তাদের মোটর বাইকের গতিও দ্রুত গতিতে ছিলো।নারায়নপুর এলাকার কাছে মোটরবাইকটিও নিয়ন্ত্রণ রাখতে পারে নি।যার ফলে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে দুজন মারা যায়।এই দুর্ঘটনার পর পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে রাতেই ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠাই।