অবতক খবর,১১ অক্টোবর,চাঁচল: বেপরোয়া বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক কৃষকের। মঙ্গলবার রাত্রে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার সাঞ্জীব বাইপাস এলাকায়। দুর্ঘটনাস্থান থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনায় পলাতক বাইক চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম নামাজু শেখ ( ৫৫) বাড়ি চাঁচল থানার সাঞ্জীব এলাকায়। পেশাই ঐ ব্যক্তি একজন কৃষক। জানা যায় আজ মঙ্গলবার দিন রাত্রি আটটা নাগাদ সঞ্জীব এলাকার একটি চায়ের দোকান থেকে চা খেয়ে বাইপাসের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন। সামসীর দিক থেকে আসা একটি বেপরোয়া বাইক দ্রুত গতিতে এসে ওই ব্যক্তিকে পিছন দিক থেকে এসে ধাক্কা মারে। বাইকের ধাক্কায় ছিটকে পড়েন, এরপর স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। কৃষকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী সহ গোটা পরিবার। এদিকে এই ঘটনার পরেই এলাকা থেকে চম্পট দিয়েছে বাইক চালক। তবে বাইকে থাকা আরো দুই আরোহী গুরুতরভাবে জখম হয়েছে বর্তমানে তারাচাচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। কৃষকের মৃত্যুর পরেই এলাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।