অবতক খবর,২ সেপ্টেম্বরঃ গত ২৭ আগস্ট বেদিভবনে ভগিনী নিবেদিতা গ্রন্থাগারের উদ্বোধন করলেন ডাক্তার শ্যামল বন্দ্যোপাধ্যায়। অঞ্চলে তিনি অগ্নীশ্বর নামে পরিচিত। তিনি গ্রন্থাগার নির্মাণকল্পে পরিচালক সংগঠন সংস্থা বিবেকানন্দ সংগঠনের সভাপতি জহর বন্দ্যোপাধ্যায়ের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন। অন্যতম সংগঠক
শিক্ষক বিপ্লব ঘোষ জানান, দশ হাজার পুস্তক সম্বলিত পাঠাগার হবে এটি। বৃত্তিমূলক শিক্ষাসংক্রান্ত বই এখানে থাকবে,থাকবে পঠন-পাঠনের ব্যবস্থা। তিনি আরো বলেন এই উদ্যোগের অন্যতম প্রেরণাদাতা ডাক্তার শ্যামল বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নাট্যকর্মী বাবলু দাশগুপ্ত। শিক্ষা ক্রীড়া ও সমাজ গঠনের ক্ষেত্রে আঞ্চলিক ব্যক্তিত্বদের হাতে কল্যাণী বন্দোপাধ্যায় স্মৃতি স্মারক তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধিত হন ডাক্তার শ্যামল বন্দ্যোপাধ্যায়, মধুসূদন চক্রবর্তী, বিজয় ভূষণ বারুই, সুরজিৎ তপাদার প্রমুখ।