অবতক খবর,১৪ মে: লোকসভা ভোট ২০২৪ বারানসি আসন থেকে লোকসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার জন্য ১৪ মে দিনটি!

এর পিছনে কারন টা কী?

সম্প্রতি প্রকাশ্যে জানা যায় সব
কিছুর পিছনে রয়েছে ধর্মীয় কারন।
প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী এই নিয়ে তৃতীয় বার বারানসি থেকে লড়ছেন লোকসভা নির্বাচনে।
বরানসী আসন থেকে লোকসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার জন্য তিনি আজ ১৪ই মে দিনটিকেই কেন বেছে নিলেন? এর পেছনে কারন টা কী? সূত্রের খবর, মঙ্গলবার একটি অত্যন্ত শুভ মুহূর্ত ছিল। পন্ডিতের পরামর্শ নিয়ে এই দিনটিকে বেছে নিয়েছেন মোদী।

দশশ্বমেধ ঘাটে এই দিন তিনি গঙ্গা স্নান করেন এবং পূজা করেন। হিন্দু কিংবদন্তী অনুসারে,
ব্রহ্মা এই ঘাটে ১০টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন সেই থেকে এই
এই ঘাট দশশ্বমেমেদ ঘাট বলে পরিচিত। এই দিন তিনি কাল ভৈরব মন্দিরে পূজা দেন এবং আরতি করেন এরপর তিনি মনোনয়নপত্র জমা দিতে যান।