অবতক খবর , নদীয়া : গতকাল নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা চাকদহ গ্রামীণ জেলা পরিষদ ৪২ মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে চাকদহ চৌরাস্তা মোড় ও বিডিও অফিসের সম্মুখে বেকার যুব সমাজের কর্মসংস্থানের দাবিতে ও তৃণমূল কংগ্রেসের অন্যায়ের বিরুদ্ধে পথসভা।
উক্ত পথসভায় উপস্থিত ছিলেন মন্ডল যুব সভাপতি বিপ্লব রজক,মন্ডল যুব সাধারণ সম্পাদক সুশান্ত কর্মকার, জেলা যুব সভাপতি ভাস্কর ঘোষ মহাশয়, জেলা যুব কার্যকর্তা রিন্টু দে,সঞ্জীব চক্রবর্তী ও জেলা ও মন্ডলের অন্যান্য নেতৃত্ব ।