অবতক খবর,১ ডিসেম্বর : বেআইনী চোলাই মদের বিরুদ্ধে অভিযান করে মন্তেশ্বর থানার পুলিশ। বেআইনী চোলাই মদ সহ দুইজন মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। মন্তেশ্বর ব্লকের মামুদপুর এক নম্বর অঞ্চলের বন্ধুপুর এলাকায় বেশকিছু দিন ধরেই বেআইনী চোলাই মদের ব্যবসার খবর পাচ্ছিল মন্তেশ্বর থানার পুলিশ। ফলে গোপনীয়তা বজায় রেখে তারা চোলাই মদ পাচারকারী চক্রকে ধরার জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিল। পরবর্তীতে বেআইনী চোলাই মদ পাচারকারীকে হাতেনাতে ধরে মন্তেশ্বর থানার পুলিশ। বৃহস্পতিবার ভোর বেলায়, বন্ধুপুর গ্রামে হানা দিয়ে বেআইনী চোলাই মদ ব্যবসায়ী চাঁদু হাজরা ও পিন্টু ঘোষ নামে দুই জনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতরা বন্ধুপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানাগিয়েছে, বেআইনী চোলাই মদ ব্যাবসায়ীদের থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪০লিটার মদ। তবে এই বেআইনী চোলাই মদ কোথা থেকে আসছিলো এবং কোথায় পাচার করা হচ্ছিলো ? এই পাচার কার্যের সঙ্গে আরো কে কে যুক্ত ? এসব একাধিক বিষয়ে তল্লাশি শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ। এছাড়াও ধৃত বেআইনী চোলাই মদ ব্যবসায়ী চাঁদু হাজরা ও পিন্টু ঘোষকে আজ কালনা মহকুমা আদালতে পেশ করা হবে।
ABTAK EXCLUSIVE