অবতক খবর,২৮ মার্চ,মালদা:- গোপন সূত্রে অভিযান চালিয়ে বৈষ্ণবনগর থানা এলাকা থেকে বেআইনি বেশ কিছু আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত এক অপরাধীকে গ্রেফতার করলো বৈষ্ণবনগর থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের সহযোগিতা নিয়ে এসটিএফের কর্তারা লোকোকলোনির কাছে অভিযান চালায়।
সেখান থেকে সন্দেহজনক অবস্থায় ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতেই তার কাছে থাকা ঘাড়ের ব্যাগ থেকেই পরপর পাঁচটি উন্নত মানের পিস্তল উদ্ধার হয়। শুক্রবার ধৃতকে মালদা আদালতে পেশ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হামিদুল শেখ (৩৪)। তার বাড়ি কালিয়াচক থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি ওয়ান সাটার । যেগুলি মূলত বিহার থেকে আমদানি করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন গভীর রাতে বৈষ্ণবনগর থানার ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন লোকোকলোনির এলাকায় গাড়ি ধরার জন্য অপেক্ষা করছিল ওই ব্যক্তি। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের সহযোগিতা নিয়ে এসটিএফ-এর কর্তারা অভিযান চালায়। এরপরই আগ্নেয়াস্ত্রসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি বিহারের মুঙ্গের থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি সংগ্রহ করে মালদার একটি এলাকায় সরবরাহ করার পরিকল্পনা নিয়েছিল। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য মালদা আদালতের কাছে জানিয়েছেন তদন্তকারী পুলিশ কর্তারা।