অবতক খবর,১ মার্চ: সমস্ত বেআইনি নির্মাণ ভাঙতে হবে। পুরসভা ও ভূমি দপ্তরকে বেআইনি নির্মাণ খুঁজে বের করতে বলেছি। বেআইনিভাবে যে সমস্ত নির্মাণগুলি হয়েছে, সবগুলো ভেঙে ফেলতে হবে। শনিবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় দলীয় একটি কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এমনই নির্দেশ দিয়েছেন। ভুয়ো ভোটার ধরতেও এদিন তিনি দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন।
ফি বছর বর্ষাকালে হাবড়া শহরের বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। জমা জলের সমস্যা থেকে শহরবাসীকে রেহাই দিতে প্রায় ২৫ কোটি টাকা ব্যয় রাজ্য সরকার একটি বুস্টিং পাম্প নির্মাণ করেছে। এদিন সেই পাম্প পরিদর্শন করেন জ্যোতিপ্রিয়। পদ্মাখালের জবরদখল থেকে হাবড়া শহরে জমা জলের সমস্যা বাড়ছে বলে তিনি মনে করেন। শুধু পদ্মাখালই নয়, হাবড়া শহরেও বেআইনি নির্মাণ বাড়ছে। সাংবাদিকদের সে প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় বলেন, ‘কোথাও কোনও বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। ভূমি দপ্তর ও পুরসভাকে ইতিমধ্যে বেআইনি নির্মাণগুলো চিহ্নিত করতে বলা হয়েছে। সরকারি নির্দেশ মেনে সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হবে।’
তারপরই তিনি ভোটার তালিকায় ভুয়ো ভোটার নিয়ে সোচ্চার হোন। সেদিন যদি প্রিয় বলেন, ‘হাবড়া শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম রয়েছে। আমরা প্রত্যেক ওয়ার্ড ও বুথে দায়িত্বশীল কর্মীদের নির্দেশ দিয়েছি, সমস্ত ভুয়া ভোটার চিহ্নিত করতে হবে। আমরা নির্বাচন কমিশনের কাছে বহু ভোটারদের নামের তালিকা পাঠাব।’
হাবড়ার নবনির্মিত বুস্টিং পাম্প সম্পর্কে জ্যোতিপ্রিয় বলেন, ‘কেএমডিএ কলকাতার বাইরে সাধারণত কোনও কাজ করে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের নগরোন্নয়ন দপ্তর হাবড়ার মতো শহরেও ২৫ কোটি টাকা ব্যয়ে নতুন বুস্টিং পাম্প চালু করেছে। হাবড়া শহরে বর্ষাকালে আর জমা জলের সমস্যা থাকবে না।’